, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন Logo মেসিকে একপাশে দাঁড় করিয়ে অজয় দেবগন-টাইগার শ্রফকে সংবর্ধনা Logo এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ Logo মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের নির্দেশনা Logo এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন Logo মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়াইকারীদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা Logo ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী Logo ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

‘খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করে নাই’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশপ্রেমের পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন, ১০০ তে ১০০ পেয়েছেন। খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থেকেছেন। তিনি ব্যক্তিগত সুখ-সুবিধাকে তুচ্ছ মনে করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আদালত পক্ষপাতদুষ্ট রায় দিয়েছে। তাকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। সেখানে ছয় বছর বিনা অপরাধে নির্যাতন চালানো হয়েছে। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করা হয়েছে। তার জীবনসংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য নানা চেষ্টা অব্যাহত রয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমরা তার সুস্থতার জন্য এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করেছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এই প্রত্যাশায় আমরা দোয়া করি। এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনি গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া রিটন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ূম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আউলাদ হোসেন মোল্লা, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন জন্টু, নাসির আহমেদ রিগ্যানসহ বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের ব্যক্তিবর্গ। শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

‘খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করে নাই’

আপডেট সময় ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশপ্রেমের পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন, ১০০ তে ১০০ পেয়েছেন। খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশের স্বার্থে, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থেকেছেন। তিনি ব্যক্তিগত সুখ-সুবিধাকে তুচ্ছ মনে করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আদালত পক্ষপাতদুষ্ট রায় দিয়েছে। তাকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। সেখানে ছয় বছর বিনা অপরাধে নির্যাতন চালানো হয়েছে। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করা হয়েছে। তার জীবনসংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য নানা চেষ্টা অব্যাহত রয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমরা তার সুস্থতার জন্য এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করেছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এই প্রত্যাশায় আমরা দোয়া করি। এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনি গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া রিটন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ূম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আউলাদ হোসেন মোল্লা, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন জন্টু, নাসির আহমেদ রিগ্যানসহ বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের ব্যক্তিবর্গ। শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম।


প্রিন্ট