নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যে ১০ জন
লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন
৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
জানা গেলো ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
ভোটের নজরদারিতে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা
সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর হস্তক্ষেপ
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন
- আপডেট সময় ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামে এক তরুণের ডান হাত ও কাঁধ আলাদা হয়ে গেছে। একই ঘটনায় মাহমুদুল হাসান (২২) নামে আরেকজন তরুণের পা ভেঙে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত বিজয় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা ও হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী-কুমিল্লা মহাসড়কের কাটালী এলাকায় দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই সময় বিজয়ের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিজয়ের ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য তরুণটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট

























