নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে মাঠে নামছে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান
দক্ষিণ আফ্রিকায় ট্যাভার্নে গুলিতে নিহত ৯
পশ্চিম তীরে আরও ১৯ অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল
চূড়ান্ত নোটিশের পরও খেলাপি ঋণ পরিশোধ করেনি মান্নার প্রতিষ্ঠান
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: ড. মাহদি আমিন
কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
বরিশালে মানহীন মিষ্টি ও আইসক্রিম উৎপাদন: দুটি প্রতিষ্ঠানে অর্থদণ্ড
- আপডেট সময় ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
বরিশাল জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত খাদ্য উৎপাদনের অভিযোগে শহরের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান চালানো হয়। সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে মুসলিম পাড়ায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় নিম্নমানের ও ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা মিষ্টি এবং কারখানার ভেতরে অস্বাস্থ্যকর শৌচাগার থাকার জন্য ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নিউ সদর রোডের মারুফ সুপার স্পেশালের কারখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করার জন্য ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রায় ৮ হাজার পিস আইসক্রিম ও মানহীন মিষ্টি ধ্বংস করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বরিশাল কার্যালয় দীর্ঘদিন গোপনে নজরদারি চালিয়ে আসে এবং ছদ্মবেশে খাদ্য সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে ভেজালের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন এবং জরিমানা আদায় করেন।
প্রিন্ট


























