টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ২ প্রার্থী
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত
মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
বরকত উল্লাহ বুলুর নির্বাচনি কমিটির সভায় হামলা-ভাঙচুর
- আপডেট সময় ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনি পরিচালনা কমিটি গঠনের জন্য আয়োজিত এক সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে একলাশপুর ইউনিয়নের একলাশপুর ফাজিল মাদরাসার মাঠে এই ঘটনা ঘটে। একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্লাহ বুলু নোয়াখালী–৩ (বেগমগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনি পরিচালনা কমিটি গঠনের অংশ হিসেবে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ওই দিন বিকেলে ৫ নম্বর ওয়ার্ডে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর মুখোশ পরা ৫০ থেকে ৬০ জন যুবক হঠাৎ করে হামলা চালায়। তাঁর কথায়, তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার চেষ্টা করে। পরে হামলাকারীরা সভাস্থলের চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, এখানে আর কোনো সভা করা যাবে না। অ্যাডভোকেট চুন্নু দাবি করেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ‘সম্রাট বাহিনী’ ও ‘খালাসি বাহিনীর’ সদস্য ছিল। ঘটনার পরপরই পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচনি কেন্দ্র কমিটি নিয়ে একটি সভায় গোলমাল হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না। এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার মশাররফ হোসেন ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এই ঘটনার পুলিশি মন্তব্য পাওয়া যায়নি। জে আই/
প্রিন্ট





















