, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন Logo মেসিকে একপাশে দাঁড় করিয়ে অজয় দেবগন-টাইগার শ্রফকে সংবর্ধনা Logo এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ Logo মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের নির্দেশনা Logo এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন Logo মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়াইকারীদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা Logo ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী Logo ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ঢাকা-৯ আসনে উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার হাবিবুর রশিদের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন জিততে পারলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজের সমন্বয় করতে চান বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত এক মিছিল ও পূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ২৪ এর গণ-আন্দোলনে নিহত ছাত্র-জনতা ও থানার ছাত্রদলের অবসরপ্রাপ্ত নেতাকর্মীদের স্মরণ করেন। অসুস্থ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে নতুন বাংলাদেশের পথে হাঁটা শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সমঅধিকার, ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চান এবং সেই লক্ষ্যেই দল কাজ করছে।’ হাবিব জানান, নির্বাচন কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এসব মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা-৯ নম্বর আসনকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থনই পরিবর্তনের মূল শক্তি।’ এ সময় তিনি আগামীকাল প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিলের আহ্বান জানান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘রাজপথে থেকেছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকব—এটাই আমার অঙ্গীকার।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, লিটন মাহমুদ, সবুজবাগ থানার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, যুব নেতা এনামুল হক, সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিমসহ অনেকে। সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে মিছিলটি খিলগাঁও তালতলা হয়ে মান্ডা ব্রিজে গিয়ে শেষ হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ঢাকা-৯ আসনে উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার হাবিবুর রশিদের

আপডেট সময় ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন জিততে পারলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজের সমন্বয় করতে চান বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত এক মিছিল ও পূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ২৪ এর গণ-আন্দোলনে নিহত ছাত্র-জনতা ও থানার ছাত্রদলের অবসরপ্রাপ্ত নেতাকর্মীদের স্মরণ করেন। অসুস্থ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে নতুন বাংলাদেশের পথে হাঁটা শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সমঅধিকার, ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চান এবং সেই লক্ষ্যেই দল কাজ করছে।’ হাবিব জানান, নির্বাচন কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এসব মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা-৯ নম্বর আসনকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থনই পরিবর্তনের মূল শক্তি।’ এ সময় তিনি আগামীকাল প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিলের আহ্বান জানান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘রাজপথে থেকেছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকব—এটাই আমার অঙ্গীকার।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, লিটন মাহমুদ, সবুজবাগ থানার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, যুব নেতা এনামুল হক, সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিমসহ অনেকে। সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে মিছিলটি খিলগাঁও তালতলা হয়ে মান্ডা ব্রিজে গিয়ে শেষ হয়।


প্রিন্ট