, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ভুয়া পুলিশ চক্রের ৪জন গ্রেপ্তার Logo জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo নওগাঁয় ব্যতিক্রমীভাবে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ নৌকাবাইচ ও হাঁস খেলা Logo আসন্ন শারদীয় দুর্গাপূজা: নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত জেলায় এ বছর ৮৮১টি মন্ডপে শারদ উৎসব পালিত হবে Logo নওগাঁয় সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ২৪০ বার পড়া হয়েছে

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে রাজারহাট, উলিপুর এবং চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদী প্রায় শুকিয়ে যায়। অন্যদিকে বর্ষায় উজানের পানি নদীর তীরে বন্যা এবং ভাঙন সৃষ্টি করে। এর ফলে তিস্তাপারের মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “তিস্তা নদীর সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পন্ন করা এবং তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ বজায় রাখতে জলাধার নির্মাণের প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “নদীভাঙন ও বন্যার ফলে ভূমি-গৃহহীন এবং মৎস্যজীবী মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তিস্তাপারের কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষি সমবায় গড়ে তোলা এবং মহাপরিকল্পনায় ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং অন্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা তিস্তা নদী ও এর উপশাখাগুলোর সংযোগ পুনঃস্থাপন, নৌ চলাচল চালু এবং ভাঙন প্রতিরোধে টেকসই পরিকল্পনার দাবিও করেন। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন তিস্তাপারের মানুষদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। বক্তারা সরকারের কাছে বিষয়টি দ্রুত কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে রাজারহাট, উলিপুর এবং চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদী প্রায় শুকিয়ে যায়। অন্যদিকে বর্ষায় উজানের পানি নদীর তীরে বন্যা এবং ভাঙন সৃষ্টি করে। এর ফলে তিস্তাপারের মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “তিস্তা নদীর সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পন্ন করা এবং তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ বজায় রাখতে জলাধার নির্মাণের প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “নদীভাঙন ও বন্যার ফলে ভূমি-গৃহহীন এবং মৎস্যজীবী মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তিস্তাপারের কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষি সমবায় গড়ে তোলা এবং মহাপরিকল্পনায় ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং অন্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা তিস্তা নদী ও এর উপশাখাগুলোর সংযোগ পুনঃস্থাপন, নৌ চলাচল চালু এবং ভাঙন প্রতিরোধে টেকসই পরিকল্পনার দাবিও করেন। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন তিস্তাপারের মানুষদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। বক্তারা সরকারের কাছে বিষয়টি দ্রুত কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।


প্রিন্ট