সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আ.লীগ নেতা ও আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক
হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল: বড় ভাই ওমর ফারুক
চবিতে বিজয় দিবসের আলোচনা সভায় হট্টগোল ও ধ্বস্তাধস্তি
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ
সিঙ্গাপুরে হাদির পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সবশেষ যা জানা গেল
তারকাদের ভাবনায় বিজয় দিবস
বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
মহান বিজয় দিবসে নওগাঁয় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আটক ১৮
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় একটি ঘরে প্রবেশ করে ছকিনা বেগম নামে এক নারীকে কোপানোর মাধ্যমে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করতে গিয়ে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করছে পুলিশ। পরিবারের সদস্যরা ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে মুখোশ পরা দুর্বৃত্তরা ঘরের ছাদ দিয়ে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এ সময় ছকিনা বেগম চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপায় ও গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন চিৎকার শুনে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। পথে তার মৃত্যু হয়। নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ দুই বছর আগে মৃত্যুবরণ করেছেন। তার দুই সন্তান বিদেশে থাকেন। যদিও ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি, তবে ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে পরিবারের ও স্থানীয়দের ধারণা। লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারীর ওপর হামলা ও কোপানোর মাধ্যমে হত্যা করা হয়েছে। ডাকাতির বিষয়টি তদন্তের আওতায় আনা হচ্ছে। এই ঘটনায় মামলা রুজু ও জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।
প্রিন্ট






















