ভোটের নজরদারিতে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা
সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর হস্তক্ষেপ
ঠাকুরগাঁওয়ে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পালিয়ে বিয়ে করায় বরের মাকে হত্যা, আটক ৩
বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী
নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইইউ
দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান
ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে যত খেলা
সেই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- আপডেট সময় ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের এক প্রার্থীның নির্বাচনী সভায় পুলিশ পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ ক্বারি মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি সভায় পুলিশ পোশাক পরে উপস্থিত ছিলেন ওই এএসআই। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন। পুলিশ সুপার জানান, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটির সময় নিজ জেলার পরিবর্তে পুলিশ পোশাক পরে অন্য জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার বিরোধী বলে উল্লেখ করেছেন। এতে পুলিশে নেতিবাচক প্রভাব পড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও বলা হয়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে তিনি ঐ সভায় উপস্থিত থেকে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে ও সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, পুলিশ পোশাক পরিহিত এক পুলিশ সদস্য জামায়াত প্রার্থীর নির্বাচনি সভায় গান পরিবেশন করছেন।
প্রিন্ট
























