ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা
- আপডেট সময় ২১ ঘন্টা আগে
- / ১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) গভীর রাতে চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আব্দুস সাত্তার তার বসতঘরের পাশে থাকা গোয়ালঘরে দুটি গরু লালন-পালন করেন। রোববার রাতে তিনি ও তার পরিবারের সদস্যরা গরুগুলোর জন্য খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের নামাজের পরে গোয়ালঘরে প্রবেশ করে দেখেন, দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার ফলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে মনে করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরুগুলোর জবাই করে দুর্বৃত্তরা। আব্দুস সাত্তার বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। এই জঘন্য কাজটি কারা করেছে, কেন করেছে, তা আমি বুঝতে পারছি না। ভোরের নামাজ শেষে গিয়ে গোয়ালঘরে দেখেন, গরুগুলোর জবাই করা অবস্থায় পড়ে আছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট


























