স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ‘ন্যাড়া’ আরিফিন শুভ, ঢাকাই সিনেমায় কি তিনিই প্রথম
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস
বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্রয়দানের অভিযোগে এ দাবি তুলেছেন। তদ্ব্যতীত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোরও দাবি জানানো হয়। সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথাগুলো বলেন। সাদিক কায়েম বলেন, ওসমান হাদির ওপর গুলির সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট সব বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি এবং গাফিলতি প্রমাণিত হলে তাদের কঠোর শাস্তি দিতে হবে। এ ছাড়াও, যারা এই হামলার পৃষ্ঠপোষকতা করেছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যার জন্য দায়ী কালচারাল ফ্যাসিস্টদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এলাকাভিত্তিক কঠোর অভিযান শুরু করতে হবে। তাদের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার করা অপরিহার্য। এই ব্যাপারে সরকারের উদাসীনতা আর চলমান অবহেলা আমরা সহ্য করব না। ভিপি সাদিক কায়েম বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও জরুরি পদক্ষেপ হিসেবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের সাজা কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তরা না ফেরত আনা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। এসব দাবি না মানলে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি পরিবর্তন না হলে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের হুঁশিয়ারিও দেন সাদিক কায়েম।
প্রিন্ট
























