‘অতীতের বস্তাপচা রাজনীতি ফেলে নতুন রাজনীতি করতে হবে’
‘২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান’
হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার
যে তথ্য দিলেন হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রী ও প্রেমিকা
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ৬১ হাজার কোটি টাকার মানহানি মামলা
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
বিজয় দিবস উদযাপনে মুছে ফেলা হয়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন
মেসিকে একপাশে দাঁড় করিয়ে অজয় দেবগন-টাইগার শ্রফকে সংবর্ধনা
এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
- আপডেট সময় ১৭ ঘন্টা আগে
- / ১০ বার পড়া হয়েছে
সরকার ভারতের কাছ থেকে ৫০ হাজার টন চাল সংগ্রহের অনুমতি দিয়েছে। এই চালের প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা। সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই সভার সভাপতিত্ব করেন। জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য দেশের জরুরি প্রয়োজন ও জনস্বার্থে আন্তর্জাতিক বাজার থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ’ অনুমোদন দিয়েছে। দেশের খাদ্য মজুত বৃদ্ধি ও সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে মোট ছয়টি দরপত্র জমা পড়ে। সবগুলো প্রস্তাবই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য। ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৮ এর অধীনে এই চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার। ফলে মোট খরচ হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।
প্রিন্ট



























