‘অতীতের বস্তাপচা রাজনীতি ফেলে নতুন রাজনীতি করতে হবে’
‘২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান’
হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার
যে তথ্য দিলেন হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রী ও প্রেমিকা
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ৬১ হাজার কোটি টাকার মানহানি মামলা
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
বিজয় দিবস উদযাপনে মুছে ফেলা হয়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন
মেসিকে একপাশে দাঁড় করিয়ে অজয় দেবগন-টাইগার শ্রফকে সংবর্ধনা
এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
- আপডেট সময় ১৮ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের নতুন একটি কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এই কূপের খনন সম্পন্ন হলে প্রতিদিন কমপক্ষে ১৫ মিলিয়ন (এক কোটি পঁইশ হাজার) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ক্ষেত্রের ‘সি’ অঞ্চলে নতুন ২৮ নম্বর কূপের খনন উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব। এ ব্যাপারে জানা গেছে, ২০১২ সালে গ্যাস অনুসন্ধানের জন্য তিতাস গ্যাস ক্ষেত্রের ‘সি’ অঞ্চলে জরিপ চালানো হয়। পরে ২০২০ সালে ওই জরিপের রিপোর্ট মূল্যায়ন করে বিজিএফসিএল নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করে। এই প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের কামতা গ্যাস ক্ষেত্রেও একটি কূপ খনন করা হবে। তিতাস ও কামতা ক্ষেত্রের মোট চারটি কূপের খননে ব্যয় হবে প্রায় এক হাজার দুইশো কোটি টাকা। খনন শেষে প্রতিদিন জাতীয় গ্রিডে আনুমানিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানানো হয়েছে। তিতাসের ২৮ নম্বর কূপের খনন কাজ করছে একটি চীনা সংস্থা। এই কাজ শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। খনন উদ্বোধন অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, ইতোমধ্যে বিজিএফসিএল পরিচালিত গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নতুন কূপ খনন ও ওয়ার্কওভারে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কমে যাবে। পাশাপাশি তিতাসের ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপ খননের পরিকল্পনাও নেয়া হয়েছে। জ্বালানি চাহিদা পূরণের জন্য পেট্রোবাংলা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানি সচিব মোজাহার আলী, তিতাস ও মেঘনা ক্ষেত্রের চারটি কূপ খনন প্রকল্পের পরিচালক একেএম জসিম উদ্দিনসহ অন্যরা।
প্রিন্ট

























