সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
জামায়াত শুধু মুখে নয়, অন্তরে স্বাধীনতাকে ধারণ করে: মাসুদ সাঈদী
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- আপডেট সময় ১৪ ঘন্টা আগে
- / ৭ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের আলোতে তিনি ফুল দিয়ে শহিদদের প্রতি সম্মান জানাতে যান। প্রথমেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে, বিউগলে বাজে দারুণ এক করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদে থাকা সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের স্বজনদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরই পাশাপাশি, রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহিদদের সম্মান জানায় বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একই সময় ৩১ বার তোপধ্বনি শোনা যায়। রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের পর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে দুঃখজনক সুর। শ্রদ্ধা নিবেদনের পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদে থাকা সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
প্রিন্ট
























