সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
মেসিকে একপাশে দাঁড় করিয়ে অজয় দেবগন-টাইগার শ্রফকে সংবর্ধনা
- আপডেট সময় ১৪ ঘন্টা আগে
- / ৭ বার পড়া হয়েছে
ভারত ভ্রমণের অংশ হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তাঁর G.O.A.T ভারত সফর ২০২৫-এ কলকাতা ও হায়দরাবাদ পরিভ্রমণের পরে তিনি সেখানে উপস্থিত হন। তবে সেখানে একটি লজ্জাজনক ঘটনা ঘটে। মেসিকে একপাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া হয় অভিনেতা অজয় দেবগন ও টাইগার শ্রফের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজারো ভক্তের সমাগম হয় মেসিকে এক নজর দেখার জন্য। অনুষ্ঠান চলাকালে ফুটবলের রাজপুত্রকে দাঁড় করিয়ে রেখে অভিনেতা অজয় দেবগন ও টাইগার শ্রফকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে সেলিব্রিটিদের উপস্থিতি ও সম্মাননা পর্ব চলে। এর ফলে মেসিকে দেখার জন্য আসা দর্শকরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা গ্যালারি থেকে আয়োজক ও উপস্থিত সেলেব্রেটিদের উদ্দেশ্যে জোরেশোরে দুয়ো দিতে থাকেন। মুম্বাইয়ের কোনো বড় অনুষ্ঠানের মতোই সেখানে বলিউডের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো—কারিনা কাপুর খান তার ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খানকে নিয়ে এসেছেন, সাথে ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ ও গীতা বসরাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও উপস্থিত ছিলেন। এদিকে স্টেডিয়ামের সেই দুয়োধ্বনির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, টাইগার শ্রফকে মঞ্চে ডেকে ‘যুব আইকন’ ও ‘ভারতের সর্বকনিষ্ঠ অ্যাকশন স্টার’ হিসেবে পরিচয় করানো হচ্ছে। বাগি অভিনেতাকে প্রজেক্ট মহাদেবার মুখ হিসেবে সম্মানিত করা হয়। এরপর অজয় দেবগনকে মঞ্চে ডাকা হয়। তাকে বলা হয়, এমন একজন অভিনেতা যিনি সবসময় শৃঙ্খলা ও লক্ষ্যবোধের প্রতিফলন ঘটায়। তার অভিনীত ছবি ‘মাইদান’—যা ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। তবে যখন টাইগার ও অজয় মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করছিলেন, তখনই ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা জোরে জোরে দুয়ো দিতে শুরু করে। এরপর অজয় ও টাইগারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মেসিকে ধৈর্য্য ধরে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যখন পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকদের ক্ষোভের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এক্স (টুইটার)-এ এক ব্যবহারকারী একটি ক্লিপ শেয়ার করে লিখেছেন, ‘ঘোষক—অনুগ্রহ করে ইয়ুথ আইকন টাইগার শ্রুফকে স্বাগত জানাবেন। দর্শক—বুউউউউ!!!’ একই ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। তবে তিনি ‘গণপতি বাপ্পা’ বলতেই দর্শকরা ‘মোরিয়া’ ধ্বনি দিয়ে সাড়া দেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সব ঘটনার মধ্যেও মেসি ছিলেন সম্পূর্ণ শান্ত ও পেশাদার, হাসিমুখে ধৈর্য্য ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
প্রিন্ট



























