বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
পদ্মাসেতুতে হঠাৎ দাঁড়িয়ে পড়া বাসে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত
- আপডেট সময় ১৭ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
পদ্মাসেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে অন্য এক বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে তোফায়েল মিয়া (২৭) নামের এক বাসের সহকারী প্রাণ হারিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকতেন। সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাস হঠাৎ করে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকার কাছে দাঁড়িয়ে যায়। সেই সময় পেছন থেকে আসা ভাঙাগামী বসুমতী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে সেতু কর্তৃপক্ষের লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পদ্মা সেতুর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর কবির আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় ভাঙাগামী বসুমতী পরিবহনের একটি বাস জোরে সামনের বাসের পেছনে ধাক্কা দেয়। এতে হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
প্রিন্ট





















