, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মা ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মহেন্দ্রের ছয় যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শাখরা এলাকার আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)। আহতরা হলেন খুলনা সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৩), রূপসা উপজেলার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম (৩৮), পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার বাসুদেবের স্ত্রী মিনু (৩৫), সাতক্ষীরা দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান (৩৫), কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) এবং তালা উপজেলার ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শোভন দাশ জানান, তালা থেকে যাত্রী নিয়ে একটি মহেন্দ্রা সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ইজিবাইক ও এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা যান। বর্তমানে ছয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে দুইজন নারী। পাটকেলঘাটা থানার ওসি এইচ. এম. লুৎফুর কবির বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনাকবলিত মহেন্দ্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত

আপডেট সময় ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মা ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মহেন্দ্রের ছয় যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শাখরা এলাকার আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)। আহতরা হলেন খুলনা সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৩), রূপসা উপজেলার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম (৩৮), পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার বাসুদেবের স্ত্রী মিনু (৩৫), সাতক্ষীরা দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান (৩৫), কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) এবং তালা উপজেলার ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শোভন দাশ জানান, তালা থেকে যাত্রী নিয়ে একটি মহেন্দ্রা সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ইজিবাইক ও এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা যান। বর্তমানে ছয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে দুইজন নারী। পাটকেলঘাটা থানার ওসি এইচ. এম. লুৎফুর কবির বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনাকবলিত মহেন্দ্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।


প্রিন্ট