টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ২ প্রার্থী
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত
মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
- আপডেট সময় ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
দেশের স্থিতিশীলতা ভঙ্গ করার ষড়যন্ত্রের অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির এক সভা হঠাৎ পণ্ড করে দিল স্থানীয় ছাত্র আন্দোলনের সদস্যরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। জানা যায়, ওই দিন দুপুরে কিছু নেতা-কর্মী মিটিংয়ের জন্য দলটির জেলা সভাপতি তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। মিটিংয়ের বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত ছাত্র আন্দোলনের কর্মীরা স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি জটিল হয়ে পড়ায় জাতীয় পার্টির কর্মীরা দ্রুত পালিয়ে যায়। পরে অফিস কক্ষে প্রবেশ করে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ ভাঙচুর চালায় ছাত্ররা। এরপর আগুন ধরিয়ে দেয় সেগুলোর ওপর। ওই সময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদি হাসানসহ আরও অনেকেই। ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি বলেন, নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজ তারা এই সভা ডেকেছিল। খবর পেয়ে আমরা তাদের এই গোপন বৈঠকে বাধা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বিগত ১৭ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিস্টতার পৃষ্ঠপোষকতা করে আসছে। তারা আওয়ামী লীগের সব নির্বাচনে একতরফা সমর্থন দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তাদের নানা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ধরনের কার্যক্রম বাংলাদেশে চলতে পারেনা।
প্রিন্ট





















