শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
‘মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান’
১৬ দিনে এলো ২২২৭৭ কোটি টাকার প্রবাসী আয়
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত
কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই: হাবিব
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
- আপডেট সময় ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসের উৎসবে বরিশালে সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত বিআইডব্লিউটিএ ঘাটে এই জাহাজটি উন্মুক্ত করে দেওয়া হয়। নির্ধারিত সময়ে দর্শনার্থীরা চার ঘণ্টা জাহাজের ভিতরে প্রবেশের অনুমতি পান। সকাল থেকেই যুদ্ধজাহাজটি দেখার জন্য মানুষের ঢল নামে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু, পরিবার ও বন্ধু-বান্ধবেরা জাহাজ পরিদর্শনে আসেন। কাছ থেকে জাহাজটি দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীরা অত্যন্ত চেতনার সঙ্গে অভিভূত হন। বরিশাল শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা বিধান মণ্ডল বলেন, সাধারণ মানুষ এ ধরনের জাহাজ দেখার সুযোগ খুবই কম। তাই বিজয় দিবসের মতো বিশেষ দিনে শিশুরা, নারী-পুরুষেরা এখানে আসছেন। রূপাতলী এলাকার এক অভিভাবক বলেন, শিশুদের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই জাহাজ দেখানো হচ্ছে। জাহাজটি পরিদর্শন করে আমরা খুবই খুশি। জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, ‘বানৌজা অদম্য’ সমুদ্রে আন্তঃ ও বহিঃশত্রু মোকাবিলায় সক্ষম। পাশাপাশি দেশের সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় জাহাজটি সর্বদা দায়িত্ব পালন করে চলেছে। তিনি আরও বলেন, সাধারণ জনগণের মধ্যে নৌবাহিনীর সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলাকালীন সময়ে জাহাজের দায়িত্বরত নৌসদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ও কার্যক্রমের বিস্তারিত ধারণা দেন।
প্রিন্ট























