পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
ভোটের নজরদারিতে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা
সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর হস্তক্ষেপ
ঠাকুরগাঁওয়ে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পালিয়ে বিয়ে করায় বরের মাকে হত্যা, আটক ৩
বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী
নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইইউ
দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান
ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে
ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে
- আপডেট সময় ৬ ঘন্টা আগে
- / ৭ বার পড়া হয়েছে
বছরের সেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ফিফা ও ফ্রান্স ফুটবল একমত হয়েছে। ব্যালন ডি’অর জয়ীর পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও অর্জন করেছেন পিএসজির তারকা খেলোয়াড় উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই পুরস্কার অর্জন করে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন তিনি। দোহায় কাতারের ফেয়ারমন্ট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডেম্বেলের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার ট্রফি। ব্যালন ডি’অর গলার সময় ম্যাচের ব্যস্ততায় সতীর্থদের পাশে থাকতে পারেননি ডেম্বেলে, তবে এবার পিএসজির সতীর্থদের সঙ্গে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার গ্রহণের পরে ডেম্বেলে বলেন, ‘এই সাফল্যের পিছনে আমার সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। কঠোর পরিশ্রমের ফল শেষ পর্যন্ত মেলে। পরিবার ও পিএসজিকে ধন্যবাদ, আমরা এক অসাধারণ মৌসুম কাটিয়েছি।’ কোচ লুইস এনরিকের অধীনে ডেম্বেলের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। ‘ফলস নাইনে’ নতুন ভূমিকায় নিজেকে খাপ খাইয়ে তিনি পিএসজির আক্রমণভাগের অন্যতম মূল ভরসা হয়ে ওঠেন। গত মৌসুমে ক্লাবের ট্রেবল জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ফরাসি ফরোয়ার্ড। লিগ ওয়ানে ২১ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেও নিয়মিত গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন। ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে তার দুটি অ্যাসিস্ট ছিল নজরকাড়া। সব মিলিয়ে ২০২৪–২৫ মৌসুমে ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্টসহ মোট ৪৮টি গোল করে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ডেম্বেলে। একসময় চোট ও ফর্মহীনতায় হারিয়ে যাওয়ার আশঙ্কায় থাকা এই ফুটবলার ফিরে এসে নিজেকে বিশ্বের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার ফিফা ‘দ্য বেস্ট’ প্রতিযোগিতায় পিএসজির আধিপত্যও স্পষ্ট হয়ে উঠেছে। ডেম্বেলের পাশাপাশি বর্ষসেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন লুইস এনরিক। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন পিএসজির একাধিক ফুটবলার।
প্রিন্ট


























