অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
লন্ডনের পথে জামায়াত আমির
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’
কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
জামায়াত প্রার্থীর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি চৌধুরী
নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামছুল ইসলাম
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাগত জানানোর জন্য একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৫ ডিসেম্বর) এ কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়। জানা গেছে, এই অভ্যর্থনা কমিটিতে বিএনপির দশজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সদস্য হিসেবে রয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তারেক রহমানের ফেরার বিষয়ক অভ্যর্থনা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর আগে, গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানের স্বাগত জানানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, ১৭ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবেন। তার এই প্রত্যাবর্তনের জন্য ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতা-কর্মীরা উপস্থিত হয়ে সংবর্ধনা জানাবেন। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
প্রিন্ট

























