পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
‘মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান’
১৬ দিনে এলো ২২২৭৭ কোটি টাকার প্রবাসী আয়
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত
কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই: হাবিব
মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত
রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মৌলভীবাজারে মনোনয়ন সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামছুল ইসলাম
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়্যারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। দেশের ফেরার আগে তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এই অনুরোধ জানান তিনি। অন্যদিকে, তারেক রহমানের দেশে ফেরার অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই কমিটি গত সোমবার (১৫ ডিসেম্বর) গঠন করা হয়। উল্লেখ্য, ২৩ নভেম্বর হৃদরোগ ও ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা কমে যাওয়ার কথা চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়। এইসব কারণে তাকে বিদেশে স্থানান্তর করার মতো শারীরিক স্থিতিশীলতা এখনও অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
প্রিন্ট
























