পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
‘মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান’
১৬ দিনে এলো ২২২৭৭ কোটি টাকার প্রবাসী আয়
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত
কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই: হাবিব
মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত
রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মৌলভীবাজারে মনোনয়ন সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী
‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করার ঘটনা সাধারণ কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তলব অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। এর আগে একই দিনে দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ও কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরোধী মন্তব্যের প্রতিবাদে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত কিছু নয়। ভারতের সঙ্গে কিছু দ্বন্দ্ব থাকছে। সেটাকে মান্য করেই ঢাকা কাজ চালিয়ে যেতে চেয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভারত শেষবারের মতো নসিয়ত করেছে, যা ঢাকা একেবারেই পছন্দ করে না। নির্বাচনের বিষয় নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। এটি সরকারের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত এ ধরনের নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’ বাংলাদেশে ক্ষমতা থেকে সরানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি থামাতে না চায়, তাহলে ঢাকাও তাকে বাধা দিতে পারবে না—এমন মন্তব্য করেন তৌহিদ হোসেন। গত সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে সেভেন সিস্টারস সম্পর্কে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে, তবে বাংলাদেশ ভারত-বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দিতে পারে।’ এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত সরকারের অংশ নয়। তার বক্তব্য সরকারের নয়।’
প্রিন্ট
























