, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা Logo ওসমান হাদির প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল Logo ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন Logo ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন: জামায়াতে ইসলামীর নিন্দা Logo দেশে উগ্রবাদ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল Logo ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Logo সাতক্ষীরায় শিশু বিষয়ক সাংবাদিকতা নিয়ে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা Logo ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ছাত্রদলের উদ্বেগ, গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি Logo হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ Logo কাল বাদ জোহর ওসমান হাদির জানাজা ও দাফন
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

মেসিকে আম্বানির ১৩ কোটির ঘড়ি উপহার, কী রয়েছে তাতে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • / ৪ বার পড়া হয়েছে

ভারত ভ্রমণ শেষ করে বার্সেলোনায় ফিরে গেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে সফরের শেষ মুহূর্তে সূচিতে আসে এক চমকপ্রদ পরিবর্তন। দিল্লি থেকে সরাসরি স্পেনে ফেরার পরিবর্তে, মুকেশ আম্বানির আমন্ত্রণে তিনি গুজরাটের জামনগরে অবস্থিত বাসভবন ‘বনতারা’য় যান। সেখানে অনন্ত আম্বানির আতিথেয়তায় অংশ নিয়ে ভারতের সফর শেষ করেন ফুটবল ইতিহাসের অন্যতম বিকল্প এই তারকা। বনতারায় সফরে মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট তাদের সঙ্গে ছিলেন পুরো সময়। সাফারি, সিংহ দর্শন, পুজোপাঠ—সব মিলিয়ে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন মেসি। এই সফরের কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলোর মধ্যে একটি ছবি নজর কেড়েছে, যেখানে দেখা যায়, গণেশ মূর্তির পাশে দাঁড়িয়ে রয়েছেন মেসি ও অনন্ত আম্বানি। সেখানেই প্রথম নজরে আসে মেসির হাতে থাকা এক বিলাসবহুল সাদা রঙের ঘড়ি। উল্লেখ্য, বনতারায় সফর শুরুতে মেসির হাতে কোনও ঘড়ি দেখা যায়নি। তবে সফরের শেষের দিকে একাধিক ছবিতে এই ঘড়ি স্পষ্ট দেখা যায়, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কোন উপহার পেলেন মেসি? জানা গেছে, অনন্ত আম্বানি তাকে উপহার দিয়েছেন সুইস ব্র্যান্ড রিচার্ড মিলের আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়নের ‘এশিয়া এডিশন’ মডেলের এক ঘড়ি। এর মূল্য আনুমানিক প্রায় ১৩ কোটি টাকা (প্রায় ১.১–১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিশ্বজুড়ে এই মডেলের ঘড়ি কেবল ১২টি রয়েছে, যা এটিকে খুবই দুর্লভ করে তুলেছে। তবে, মেসির চেয়ে দামি ঘড়ি হাতে ছিল অনন্ত আম্বানির। তিনি পরেছিলেন রিচার্ড মিলের আরএম০৫৬ সাফারি ট্যুরবিলিয়নের ঘড়ি, যার মূল্য প্রায় ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬১ কোটি টাকা। ভারতের সফরে মেসির সঙ্গে ছিলেন ইন্টার মায়ামির স্টার ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। এই ঘড়িতে কী কী ফিচার রয়েছে? কালো কার্বন কেসে নির্মিত এই ঘড়িটি। এর মধ্যে রয়েছে স্কেলিটোনাইজ়ড ডায়াল, যা দিয়ে ঘড়ির ভিতরের সব কাজ দেখা যায়। ওজনেও হালকা এই ঘড়িটি। এই ঘড়ির মূলমন্ত্র হলো পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া। তবে রিচার্ড মিলের এই বিশেষ ঘড়িটি বাদ দিলেও, মেসির সংগ্রহে বেশ কিছু অন্য ঘড়ি রয়েছে। অন্যান্য অ্যাথলিটদের মতোই তার সংগ্রহে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। এর মধ্যে রয়েছে রোলেক্সের Le Mans, যা তৈরি ১৮ ক্যারট সোনায়। পাশাপাশি রয়েছে রোলেক্সের GMT Master II, অডেমার্স পিগুয়েটের Royal Oak “Jumbo” Extra-Thin, পাটেক ফিলিপের World Time Minute Repeater, Nautilus, এবং বার্বি রোলেক্স। সূত্র: হিন্দুস্তান টাইমস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

মেসিকে আম্বানির ১৩ কোটির ঘড়ি উপহার, কী রয়েছে তাতে

আপডেট সময় ৬ ঘন্টা আগে

ভারত ভ্রমণ শেষ করে বার্সেলোনায় ফিরে গেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে সফরের শেষ মুহূর্তে সূচিতে আসে এক চমকপ্রদ পরিবর্তন। দিল্লি থেকে সরাসরি স্পেনে ফেরার পরিবর্তে, মুকেশ আম্বানির আমন্ত্রণে তিনি গুজরাটের জামনগরে অবস্থিত বাসভবন ‘বনতারা’য় যান। সেখানে অনন্ত আম্বানির আতিথেয়তায় অংশ নিয়ে ভারতের সফর শেষ করেন ফুটবল ইতিহাসের অন্যতম বিকল্প এই তারকা। বনতারায় সফরে মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট তাদের সঙ্গে ছিলেন পুরো সময়। সাফারি, সিংহ দর্শন, পুজোপাঠ—সব মিলিয়ে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন মেসি। এই সফরের কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলোর মধ্যে একটি ছবি নজর কেড়েছে, যেখানে দেখা যায়, গণেশ মূর্তির পাশে দাঁড়িয়ে রয়েছেন মেসি ও অনন্ত আম্বানি। সেখানেই প্রথম নজরে আসে মেসির হাতে থাকা এক বিলাসবহুল সাদা রঙের ঘড়ি। উল্লেখ্য, বনতারায় সফর শুরুতে মেসির হাতে কোনও ঘড়ি দেখা যায়নি। তবে সফরের শেষের দিকে একাধিক ছবিতে এই ঘড়ি স্পষ্ট দেখা যায়, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কোন উপহার পেলেন মেসি? জানা গেছে, অনন্ত আম্বানি তাকে উপহার দিয়েছেন সুইস ব্র্যান্ড রিচার্ড মিলের আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়নের ‘এশিয়া এডিশন’ মডেলের এক ঘড়ি। এর মূল্য আনুমানিক প্রায় ১৩ কোটি টাকা (প্রায় ১.১–১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিশ্বজুড়ে এই মডেলের ঘড়ি কেবল ১২টি রয়েছে, যা এটিকে খুবই দুর্লভ করে তুলেছে। তবে, মেসির চেয়ে দামি ঘড়ি হাতে ছিল অনন্ত আম্বানির। তিনি পরেছিলেন রিচার্ড মিলের আরএম০৫৬ সাফারি ট্যুরবিলিয়নের ঘড়ি, যার মূল্য প্রায় ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬১ কোটি টাকা। ভারতের সফরে মেসির সঙ্গে ছিলেন ইন্টার মায়ামির স্টার ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। এই ঘড়িতে কী কী ফিচার রয়েছে? কালো কার্বন কেসে নির্মিত এই ঘড়িটি। এর মধ্যে রয়েছে স্কেলিটোনাইজ়ড ডায়াল, যা দিয়ে ঘড়ির ভিতরের সব কাজ দেখা যায়। ওজনেও হালকা এই ঘড়িটি। এই ঘড়ির মূলমন্ত্র হলো পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া। তবে রিচার্ড মিলের এই বিশেষ ঘড়িটি বাদ দিলেও, মেসির সংগ্রহে বেশ কিছু অন্য ঘড়ি রয়েছে। অন্যান্য অ্যাথলিটদের মতোই তার সংগ্রহে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। এর মধ্যে রয়েছে রোলেক্সের Le Mans, যা তৈরি ১৮ ক্যারট সোনায়। পাশাপাশি রয়েছে রোলেক্সের GMT Master II, অডেমার্স পিগুয়েটের Royal Oak “Jumbo” Extra-Thin, পাটেক ফিলিপের World Time Minute Repeater, Nautilus, এবং বার্বি রোলেক্স। সূত্র: হিন্দুস্তান টাইমস


প্রিন্ট