ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ছাত্রদলের উদ্বেগ, গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ
কাল বাদ জোহর ওসমান হাদির জানাজা ও দাফন
কবি নজরুলের পাশে শায়িত হবেন ওসমান হাদি
ঢাকায় পৌঁছাল ওসমান হাদির মরদেহবাহী বিমান
ঢাকার পথে হাদির মরদেহ, বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে
খালেদা জিয়ার স্বাস্থ্য এখন স্থিতিশীল: ডা. জাহিদ
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস
দিনাজপুরে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৬০ জন
সারাদেশে একাধিক হামলার নিন্দা জানিয়েছেন মাহফুজ আলম
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যু পরবর্তী সময়ে সারাদেশে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আমার প্রিয় সহনাগরিকরা, আমি জুলাই থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ, গঠনমূলক পরিবর্তন, আইনের শাসন ও জাতীয় পুনর্মিলনের রাজনীতি অব্যাহত রেখেছি। এটি ছিল শহীদ ওসমান হাদির মূল আদর্শ, এবং আমি দৃঢ়ভাবে সেই পথেই এগিয়ে চলার অঙ্গীকার করেছি। জুলাই অথবা দেশের প্রতি প্রেমের নামে কিছু উগ্রতা বা অরাজকতা সৃষ্টি করার যে কোনও চেষ্টাকে আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। আমি কখনোই সেটিকে বৈধতা দেব না, আবার এর কাছে আত্মসমর্পণ করবও না। বলতে চাই, আমার শহীদ মিনারে দেওয়া বক্তব্য ছিল শহীদ ওসমান হাদিকে হত্যাকারী সন্ত্রাসী ও আমাদের জীবননাশের হুমকি দেয়া গোষ্ঠীর বিরুদ্ধে স্পষ্ট ও সরাসরি নিন্দা। সেই সঙ্গে সেই বক্তব্যে কোনো দ্বিধা না করে পুনর্গঠনের প্রতি আমার দৃঢ় ও নীতিনিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে—ধ্বংসের পক্ষপাতিত্ব নয়। জুলাই থেকে আজকের শাহবাগের সমাবেশ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে গঠনমূলক রাজনীতি, জবাবদিহিতা, স্বাধীনতা ও আমাদের মানবিক মূল্যবোধের পক্ষে কথা বলে এসেছি। আমার অবস্থান ছিল স্পষ্ট, সঙ্গতিপূর্ণ ও অটল। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ মানে উন্নত বিকল্প গড়ে তোলা—নিয়মতান্ত্রিক সমাজ ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। তবে দুঃখজনক, আমার শহীদ মিনারে দেওয়া একটি মন্তব্যকে ভুলভাবে বিশ্লেষণ করা হয়েছে, যা আমার মূল উদ্দেশ্যের বিপরীতে গেছে। সেটি ছিল অনুভূতির তাৎক্ষণিক প্রকাশ এবং রূপক অর্থে বলা—অন্তত সেটাই বোঝাতে চেয়েছিলাম। সেই দিনকার মন্তব্যে যারা আহত হয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বাংলাদেশের জনগণকে সতর্ক করে বলতে চাই—ফাঁদে পা দেবেন না। কিছু উগ্র ডানপন্থী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে ধ্বংসাত্মক ও নৈরাজ্যবাদী রাজনীতি চালাচ্ছে। সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে আমি আহ্বান জানাচ্ছি—পুরোনো রাজনীতি, সহিংসতা ও ব্যর্থ চর্চা থেকে বিরত থাকুন। নতুন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেই হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান রোধ করতে হবে—এটাই এখন একান্ত জরুরি দায়িত্ব। ‘দায়িত্ব, দরদ, মর্যাদা ও গঠন’—এই মূলনীতিতে আমি অবিচল। অর্থাৎ, দায়বদ্ধতা, সহানুভূতি, মর্যাদা ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলাই আমাদের লক্ষ্য। ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন সাংস্কৃতিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ভয়ঙ্কর হামলার আমি তীব্র ও স্পষ্ট নিন্দা জানাই। একই সঙ্গে, আমাদের সম্মানিত সহযোদ্ধা নুরুল কবিরসহ অন্যদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু করে হামলা ও উসকানি দেওয়ার ঘটনাও আমি নিন্দা করছি, যিনি গণতান্ত্রিক সংগ্রামের এক নীতিনিষ্ঠ ও সাহসী নেতৃত্ব। আমাদের সামনের পথ পরিষ্কার। আমরা শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশকে অরাজকতার মাধ্যমে নয়, প্রতিরোধ, পুনর্গঠন, এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে সম্মান জানাব। ফ্যাসিবাদ ও তার মিত্রদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এই সংকটকালীন সময়ে সকল নাগরিককে শান্ত, সতর্ক ও দায়িত্বশীল থাকার অনুরোধ করছি। আল্লাহ শহীদ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”
প্রিন্ট





















