









সাবেক ২৪ এমপির বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে রোববার

- আপডেট সময় ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ২১৯ বার পড়া হয়েছে
সাবেক ২৪ জন সংসদ সদস্যের ব্যবহৃত বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। নতুন কার শেডে সংরক্ষিত এই গাড়িগুলোর নিলাম শুরু হবে আগামী রোববার (২৬ জানুয়ারি)। আগ্রহী দরদাতারা ২ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে গাড়িগুলো সরাসরি দেখতে পারবেন। নিলামে অংশগ্রহণের সুযোগ থাকছে অনলাইনের মাধ্যমেও।
কাস্টমসের তথ্যানুসারে, এই গাড়িগুলোর আমদানি মূল্য ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা। শুল্ক ও কর মিলিয়ে প্রতিটি গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। নিলামে ৬০ শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দরদাতা গাড়ি ক্রয় করতে পারবেন। গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫ কোটি ৮০ লাখ টাকা দর দিতে হবে।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি থেকে প্রথম নিলামে প্রাপ্ত রাজস্ব সরকারি কোষাগারে জমা হবে। উপকমিশনার সাইদুল ইসলাম জানান, আয়কর বাবদ প্রতিটি গাড়ি থেকে সরকার ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে।
উল্লেখযোগ্যভাবে, নিলামে তোলা এই গাড়িগুলোর মধ্যে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার রয়েছে, যা সাবেক এমপি মোহাম্মদ সাদিক, এবিএম আনিসুজ্জামান, তারানা হালিম, মুজিবুর রহমানসহ অন্যান্য সাবেক সংসদ সদস্যরা আমদানি করেছিলেন।
প্রিন্ট