‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ
বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ
হাদি হত্যার দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা
সংস্কৃতি চর্চাবিরোধী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়েছে: ছায়ানট
হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের
শহীদ ওসমান হাদির রক্ত আমাদের ঐক্যবদ্ধ করুক: ডা. শফিকুর রহমান
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার পরামর্শ শশী থারুরের
ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে
কাল দেশে পৌঁছাবে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ
গণতান্ত্রিক উত্তরণ রোধ করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
সংস্কৃতি চর্চাবিরোধী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়েছে: ছায়ানট
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
ছায়ানট সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্কৃতি বিরোধী কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে অপপ্রয়াস চালাচ্ছে। রাজনীতি নয়, সংগীত ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তার পরিচয় বজায় রাখতে ছায়ানটের মূল লক্ষ্য। তবে, কেন ছায়ানট-সংস্কৃতি ভবনে হামলা হলো, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বল হয়। সেখানে উল্লেখ করা হয়, “ওসমান হাদির দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতকারী ছায়ানটের ভবনে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা ছয়তলা ভবনের সিসিটিভি ক্যামেরাসহ বেশিরভাগ কক্ষ, প্রক্ষালন কক্ষ, বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেছে। কিছু বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে, সার্ভারসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি ফোন ও হার্ডডিস্ক লুট করেছে তারা। ভাঙচুরের কারণে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।” বিবৃতিতে আরও বলা হয়, ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা কোনও সরকারি, বিদেশি বা কর্পোরেট অর্থায়ন গ্রহণ করে না। তাই, স্বনির্ভরভাবে এ ক্ষতিপূরণ দেবে তারা। সংগীত ও শিশুদের সাধারণ শিক্ষায় এই অস্থায়ী বিঘ্ন দ্রুত কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ সংগঠনটি। এ ছাড়া, সংগীত ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে থাকা ছায়ানটের মূল উদ্দেশ্য। বিবৃতিতে উল্লেখ করা হয়, “ছায়ানট শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করি, তবে কেন ভবনে হামলা হলো, তা বুঝতে পারছি না। হয়তো, সংস্কৃতি বিরোধী কিছু গোষ্ঠী এই সুযোগ নিয়েছে।” আরও জানানো হয়, ছায়ানট উপমহাদেশের সবচেয়ে বড় অ-প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার সংগঠন। শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসিত। বাংলা গানের প্রসারে ও স্বাধীনতা সংগ্রামে ছায়ানটের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। তাই এই হামলা দেশের মানকে ক্ষুণ্ণ করতে পারে বলে মনে করছে সংগঠনটি। দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে। বাংলার ঐতিহ্যবাহী সংগীত ও সংস্কৃতির প্রচার ও প্রসারে ছায়ানট অটুট থাকবে বলে বিবৃতিতে আশ্বাস ব্যক্ত করা হয়।
প্রিন্ট
























