নিজেকে বদলে ফেলার রহস্য জানালেন শাকিব খান
ময়মনসিংহে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পায়নি র্যাব
শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন, তারকাদের শোক
দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর
কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে ভারতীয়দের বিক্ষোভ
ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে ১ লাখ টাকা জরিমানা
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা
জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল
‘বাংলাদেশি’ ও ‘চোর’ সন্দেহে ভারতে শ্রমিককে পিটিয়ে হত্যা
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় ১৫ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জে বিলের মাঝখানে অবস্থিত একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের পশ্চিম মাঠ (বিল) থেকে লাশটি খুঁজে পাওয়া হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ দেখছে এমন অবস্থায় নিখোঁজ বৃদ্ধ নারীর পরিচয় শনাক্ত করেন তার স্বজনরা। তিনি হলেন ৭৫ বছর বয়সী ফুলমতি বেগম, যিনি পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রামের মরহুম আশরাফ আলী মিয়াজীর স্ত্রী। স্থানীয়রা জানায়, ওই দিন সকাল বেলায় নাসিরকোট পশ্চিম বিলের কাজের জন্য যাওয়া কৃষক ও শ্রমিকরা যখন পুকুরের দিকে নজর দেয়, তখন তারা দেখেন পুকুরের কাঁদা মাটিতে কিছু দেবে থাকাবস্থায়, সেটি পুতুল মনে করে তারা লাশের সন্ধান পান। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অন্যদিকে, ফেসবুকে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে পার্শ্ববর্তী উপাধি গ্রামের নিখোঁজ নারীর পরিবার তার খোঁজে আসে। তারা দ্রুতই ফুলমতি বেগমের পরিচয় নিশ্চিত করে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত নারীর মেয়ে পিয়ারা বেগম বলেন, তার মা মানসিক প্রতিবন্ধী। সাত দিন আগে তিনি তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। গতকাল শুক্রবার দুপুরে তার মা গোসল করিয়ে রোদে বসিয়ে রেখে তিনি পারিবারিক কাজে যান। কাজ শেষে ফিরে দেখেন তার মা ওই জায়গায় নেই এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে এখনও মাকে খুঁজে পাননি। বিকালের দিকে ফেসবুকে খবর পেয়ে এসে দেখেন মা এখানেই পড়ে আছে। এই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া বলেন, কাঁদা মাটিতে বড় একটি পুতুল মনে করে এবং সেটি পুতুল বলে স্থানীয় উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় করে। খবর পেয়ে পুলিশ এসে জানতে পারে নারীর লাশ কাঁদা মাটিতে পড়ে আছে। পরে আমি পুলিশকে খবর দিই। হাজীগঞ্জ থানার পুলিশ অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার জানান, ফুলমতি বেগমের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও প্রাথমিক তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট

























