সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোরা ফাতেহি
দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪
সুদানে নিহত ৬ সেনার জানাজা সম্পন্ন
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা সম্পর্কে যা জানালো পুলিশ
বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র- সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা
খুনিরা পার পেয়ে গেলে আপনার আমার কারো জীবন নিরাপদ থাকবে না: জামায়াত আমির
স্বর্ণকাণ্ডে গ্রেপ্তার অভিনেত্রীর মুক্তির আবেদন নাকচ
দেশ টিভিতে সংবাদ প্রচারের পর ৩ পুলিশ কর্মকর্তা বদলি
- আপডেট সময় ১৫ ঘন্টা আগে
- / ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি অপব্যবহার, দুর্নীতি এবং ঘুষের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়টি দেশের টিভির অনলাইন সংবাদে প্রকাশের পর তাদের বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- কালিহাতী থানার এসআই মোর্শেদ আলম, এএসআই আমিনুর রহমান এবং বেতারের এএসআই শফিকুল ইসলাম। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলির নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে ১১ ডিসেম্বর টাঙ্গাইল জেলা থেকে দুইজনের বদলি সম্পন্ন হয়। বদলি হওয়া পুলিশ সদস্যরা নতুন কর্মস্থলে যোগদান করবেন ১৪ ডিসেম্বর। অন্যথায়, তারা ১৫ ডিসেম্বর অবিলম্বে অবমুক্ত বলে গণ্য হবেন। চিঠিতে এসআই মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে এবং এএসআই আমিনুর রহমানকে সিলেট মেট্রোপলিটনে বদলি করা হয়। এছাড়া, গত পহেলা ডিসেম্বর বেতারের এএসআই শফিকুল ইসলামকে গাজীপুরে বদলি করে পুলিশ টেলিকমের কর্তৃপক্ষ। কালিহাতী থানার ওসি জেডএম তৌফিক আজম জানান, প্রশাসনিক কারণে তাদের একজনকে বরিশাল এবং অন্যজনকে সিলেট বদলি করা হয়েছে। তারা ১৮ ডিসেম্বর থানায় থেকে বিদায় নিয়েছেন। উল্লেখ্য, ১৬ নভেম্বর ‘চোরাই মোটরসাইকেল কিনে যুবদল নেতা বিপদে’ শিরোনামে দেশ টিভির অনলাইন সংবাদ প্রকাশিত হয়। সেখানে টাঙ্গাইলের কালিহাতী থানার এএসআই আমিনুর রহমান বেআইনিভাবে যুবদল নেতা রায়হান আহমেদ লিজনের বাড়ির গেট ভেঙে প্রবেশ, হুমকি ও অর্থ দাবি করেন। একই ঘটনায় এসআই মোর্শেদ আলমের জড়িত থাকার অভিযোগও উঠে। তদ্ব্যতীত, ২৭ নভেম্বর ‘টাঙ্গাইলে যাতায়াত না করেই টিএ বিল তোলেন বেতারের এএসআই শফিকুল!’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এরপর, গত সপ্তাহে তাকে গাজীপুরে বদলি করে কর্তৃপক্ষ। টাঙ্গাইলে পুলিশ টেলিকমের (বেতার) এএসআই শফিকুল ইসলাম বিরুদ্ধে ভুয়া টিএ বিল দাখিল করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল।
প্রিন্ট

























