, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

‘বাংলাদেশি’ ও ‘চোর’ সন্দেহে ভারতে শ্রমিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১৩ ঘন্টা আগে
  • / ৫ বার পড়া হয়েছে

ভারতীয় রাজ্য কেরালায় ‘বাংলাদেশি নাগরিক’ ভেবে ছত্তিশগড় থেকে আগত এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত বুধবার (১৭ ডিসেম্বর) কেরালার পালাক্কাড় জেলায় এ ভয়ঙ্কর গণপিটুনির ঘটনা ঘটে। খবর অনুযায়ী, নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে এসে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন। নিহতের আত্মীয় কিশান বাঘেল বলেন, নিহত রামনারায়ণ একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে কেরালায় গিয়েছিলেন। কিশান বলেন, ‘রামনারায়ণ খুবই দরিদ্র ছিল। তার স্ত্রী ললিতা এবং তাঁদের দুই ছেলে, বয়স যথাক্রমে আট ও নয় বছর।’ অন্য সূত্র থেকে জানা যায়, সম্প্রতি এলাকায় এক চুরির ঘটনা ঘটার পর রামনারায়ণকে ‘সন্দেহ’ করে একদল লোক লাঠিসোটা নিয়ে তার ওপর আক্রমণ করে, যার ফলে তার মৃত্যু হয়। কিশান আরও বলেন, খবর পেয়ে রামনারায়ণের স্ত্রী পালাক্কাড়ের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ জানিয়েছে, এই গণপিটুনির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত ও সব আইনি প্রক্রিয়া শেষ হলে মৃতদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশি’ ও ‘চোর’ সন্দেহে ভারতে শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১৩ ঘন্টা আগে

ভারতীয় রাজ্য কেরালায় ‘বাংলাদেশি নাগরিক’ ভেবে ছত্তিশগড় থেকে আগত এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত বুধবার (১৭ ডিসেম্বর) কেরালার পালাক্কাড় জেলায় এ ভয়ঙ্কর গণপিটুনির ঘটনা ঘটে। খবর অনুযায়ী, নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে এসে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন। নিহতের আত্মীয় কিশান বাঘেল বলেন, নিহত রামনারায়ণ একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে কেরালায় গিয়েছিলেন। কিশান বলেন, ‘রামনারায়ণ খুবই দরিদ্র ছিল। তার স্ত্রী ললিতা এবং তাঁদের দুই ছেলে, বয়স যথাক্রমে আট ও নয় বছর।’ অন্য সূত্র থেকে জানা যায়, সম্প্রতি এলাকায় এক চুরির ঘটনা ঘটার পর রামনারায়ণকে ‘সন্দেহ’ করে একদল লোক লাঠিসোটা নিয়ে তার ওপর আক্রমণ করে, যার ফলে তার মৃত্যু হয়। কিশান আরও বলেন, খবর পেয়ে রামনারায়ণের স্ত্রী পালাক্কাড়ের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ জানিয়েছে, এই গণপিটুনির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত ও সব আইনি প্রক্রিয়া শেষ হলে মৃতদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।


প্রিন্ট