নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে মাঠে নামছে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান
দক্ষিণ আফ্রিকায় ট্যাভার্নে গুলিতে নিহত ৯
পশ্চিম তীরে আরও ১৯ অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল
চূড়ান্ত নোটিশের পরও খেলাপি ঋণ পরিশোধ করেনি মান্নার প্রতিষ্ঠান
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: ড. মাহদি আমিন
কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
খুনিরা পার পেয়ে গেলে আপনার আমার কারো জীবন নিরাপদ থাকবে না: জামায়াত আমির
- আপডেট সময় ২৩ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
অতি দ্রুত সকল সন্দেহ ও সংশয় দূর করে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যদি খুনিরা পার পেয়ে যায়, তবে আপনার আমার কেউই নিরাপদ থাকবো না।” রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিবিদ্ধে শহীদ হওয়া শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “হাদির দুশমনেরা মূলত বাংলাদেশের শত্রু। কারণ, হাদিরা বাংলাদেশের পক্ষে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিলেন। হাদিরা আমাদের সংস্কৃতি নিয়ে আলোচনা করতেন। তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনা দমন করা যায় না।” এ সময় তিনি বলেন, “এই দেশ, এই জাতি আমাদের; দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদেরই। কোনো কালো চিলের জন্য আমাদের ভাগ্যকে অন্ধকার করে দেওয়ার সুযোগ দেব না। এইটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল, জীবন দিয়ে হলেও ‘চব্বিশ’ দেব না। কেন বলেছিল, আমরা সবাই বুঝি। এটাই কি তাদের অপরাধ? তারা কারো প্রতি অন্যায় করেনি, কারো ওপর জুলুম করেনি। হাদিরা সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন। এমনকি বলেছেন, আমি কোনো শত্রুর ওপরেও অন্যায় করতে চাই না, আর কেউ যেন বেইনসাফি না করে সেটাও আমরা চাই না।” হাদির হত্যার মাধ্যমে বিপ্লবের চেতনাকে হত্যা করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “যারা বিপ্লবী, তাদের হত্যা করে বিপ্লবের চেতনা দমন করা যায় না। বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা বিশ্ববাসী দেখেছে, এবং আমরা মনে করি, সারাবিশ্বের মনোভাব জানাজার সঙ্গে যুক্ত ছিল।” সরকার এ পর্যন্ত যা করেছে, তাতে জনগণ মোটেও সন্তুষ্ট নয় দাবি করে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা ও দাবি জানাতে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদ সেখানে উপস্থিত ছিলেন। দ্রুত সকল সন্দেহ-অবিশ্বাস দূর করে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায়, তবে আপনার আমার সকলের জীবনই অরক্ষিত হয়ে পড়বে।”
প্রিন্ট

























