ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২
নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেয়ার আহ্বান পরওয়ারের
দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী বাস, আহত ১১
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে: সালাহউদ্দিন আহমদ
দুই হাজার পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান
মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার
নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালায়। এ সময় ওয়ার্ড বিএনপির অফিসে ভাঙচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতরা হলেন- চরকিং ইউনিয়নের কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), একই ইউনিয়নের যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)। চরকিং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে চরকিং ইউনিয়নের ব্রীজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার চার দিন পর ১৭ ডিসেম্বর আমি হাতিয়া থানায় আবু তাহেরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি। শনিবার ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে হাতিয়া থানার উপপরিদর্শক মাহবুব উদ্দিন ভৈরব বাজারে যান। তিনি আরও বলেন, অভিযানে আমি মামলার এজাহারনামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দিই। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারীরা হামলা চালায়। এ সময় তারা কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া আরও তিনজনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাঙচুর চালায়। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এটি রাজনৈতিক বিষয়।
প্রিন্ট























