ভারতের প্রেসনোট ‘প্রত্যাখ্যান’ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ
ঢাকা সেনানিবাসে সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত
ধর্মকে পুঁজি করে মবসন্ত্রাস করলে প্রতিহত করবে ছাত্রদল: রাকিব
নওগাঁর রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের আগুন
ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় ‘চুরির অভিযোগে’ গণপিটুনিতে একজন নিহত, আটক ৪
এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ১ বার পড়া হয়েছে
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভবনের গেটের সামনে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কিছু ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে জানা গেছে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, রাতে সাড়ে ৮টা থেকে প্রায় ৯টার মধ্যে তিনটি গাড়ি নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছু সময় চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলছিলেন। সেই সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এর মতো স্লোগান দেয়। তিনি আরও জানান, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এই সময় তারা কোনো শারীরিক হামলা চালায়নি, কোনো কিছু ছুড়াছুড়িও করেনি। হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না- এই প্রশ্নের উত্তরে প্রেস মিনিস্টার বলেন, সম্ভবত। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন— ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’ তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরে রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রিন্ট






















