ভারতের প্রেসনোট ‘প্রত্যাখ্যান’ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ
ঢাকা সেনানিবাসে সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত
ধর্মকে পুঁজি করে মবসন্ত্রাস করলে প্রতিহত করবে ছাত্রদল: রাকিব
নওগাঁর রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের আগুন
ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় ‘চুরির অভিযোগে’ গণপিটুনিতে একজন নিহত, আটক ৪
এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো জঘন্য কাজকে সরকার কখনোই বরদাস্ত করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, “আগুন দিয়ে মানুষ হত্যা ও প্রতিষ্ঠানে আগুন লাগানোর কাজ সম্পূর্ণ গর্হিত। সরকার এইসব কার্যকলাপের কাছে নতজানু হবে না।” সব প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেয়া সরকারের জন্য কঠিন হলেও, তিনি উল্লেখ করেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।” ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন খালিদ হোসেন। তিনি বলেন, “এ ধরনের অঘটন রাষ্ট্র পরিচালনায় বড় বাধা সৃষ্টি করে। এইসব মবকালো অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” ময়মনসিংহের ঘটনায় কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
প্রিন্ট






















