টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ
আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
ভারতকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান
হাদির হত্যাকারী সম্পর্কে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই
জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে: মতিউর রহমান
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ডলার
এখন থেকে যৌথবাহিনীর অভিযান চলবে: ইসি সানাউল্লাহ
নওগাঁয় বিপুল পরিমাণ বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের দাফনের জন্য ফিউনারেল প্যারেড আয়োজন করা হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজার শেষ পর্যায়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সামরিক সচিব মরহুম এ কে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে মরহুম এ কে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। জানাজার আগে এ কে খন্দকারের পুত্র জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনা এ কে খন্দকার শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্ব দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
প্রিন্ট























