, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি Logo দুঃখ প্রকাশের পর আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি Logo পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত Logo শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি Logo ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি Logo জামিন পেলেন মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নান Logo গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি Logo টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ Logo আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নওগাঁয় বিপুল পরিমাণ বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৫ ঘন্টা আগে
  • / ৩ বার পড়া হয়েছে

নওগাঁ শহরের জনপ্রিয় নুনিয়াপট্টি সুইপার কলোনিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে নওগাঁ সদর মডেল থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং জেলা পুলিশের বিশেষ টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ ১৬ লিটার ৬০০ মিলিলিটার দেশীয় বাংলা মদ, ৭০ কেজি গাঁজা, ৪৫টি খালি বোতল, ৬৬০টি কর্ক, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ এক লাখ আট হাজার নব্বই টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নুনিয়াপট্টি সুইপার কলোনি এলাকার রাহুল (১৯) ও রাজা বাসফোড় (৩৭)। বিকেলে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, শহরের সুইপার কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চালু ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথভাবে অভিযান চালাই। প্রথমে সদর থানার একটি টিম ২৫ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ডিবি ও জেলা পুলিশের বিশেষ টিম নিয়ে আমি নিজে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকগুলো নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল। অভিযানের খবর পেয়ে কিছু আসামি পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল এবং আরও কঠোর অভিযান চালানোর পরিকল্পনা করছে। অন্যদিকে, অভিযানের সময় পুলিশ মাদকদ্রব্য না পেয়ে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ তুলে নুনিয়াপট্টি এলাকার কিছু বাসিন্দা বিকেলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়েও অবস্থান নেয়। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযানে উদ্ধারকৃত সব মালামাল যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। বৈধ মালামাল থাকলে আদালতের মাধ্যমে তা ফেরত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক, ওসি (তদন্ত) খোরশেদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় বিপুল পরিমাণ বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ৫ ঘন্টা আগে

নওগাঁ শহরের জনপ্রিয় নুনিয়াপট্টি সুইপার কলোনিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে নওগাঁ সদর মডেল থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং জেলা পুলিশের বিশেষ টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ ১৬ লিটার ৬০০ মিলিলিটার দেশীয় বাংলা মদ, ৭০ কেজি গাঁজা, ৪৫টি খালি বোতল, ৬৬০টি কর্ক, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ এক লাখ আট হাজার নব্বই টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নুনিয়াপট্টি সুইপার কলোনি এলাকার রাহুল (১৯) ও রাজা বাসফোড় (৩৭)। বিকেলে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, শহরের সুইপার কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চালু ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথভাবে অভিযান চালাই। প্রথমে সদর থানার একটি টিম ২৫ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ডিবি ও জেলা পুলিশের বিশেষ টিম নিয়ে আমি নিজে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকগুলো নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল। অভিযানের খবর পেয়ে কিছু আসামি পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল এবং আরও কঠোর অভিযান চালানোর পরিকল্পনা করছে। অন্যদিকে, অভিযানের সময় পুলিশ মাদকদ্রব্য না পেয়ে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ তুলে নুনিয়াপট্টি এলাকার কিছু বাসিন্দা বিকেলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়েও অবস্থান নেয়। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযানে উদ্ধারকৃত সব মালামাল যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। বৈধ মালামাল থাকলে আদালতের মাধ্যমে তা ফেরত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক, ওসি (তদন্ত) খোরশেদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট