ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
দুঃখ প্রকাশের পর আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত
শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি
ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি
জামিন পেলেন মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নান
গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি
টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ
আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
ভারতকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
জুনিয়র এশিয়া কাপের ফাইনালে একতরফা আধিপত্য দেখিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ভারতের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে। ব্যাটিংয়ে সামির মিনহাজের অসাধারণ শতক এবং বল হাতে আলি রাজার দুর্দান্ত স্পেল পাকিস্তানের ১৯১ রানের বিশাল জয় নিশ্চিত করে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট প্রদর্শন করে পাকিস্তান। দলের মূল ভরসা ছিলেন সামির মিনহাজ। ১১৩ বল খেলে তিনি চারটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আহমেদ হুসাইন (৫৬), উসমান খান (৩৫), ফারহান ইউসুফ (১৯)। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৩৪৭ রান। ভারতের হয়ে দিপেশ দেবেন্দ্রনাথ তিন উইকেট নেন। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারতীয় দল। পাকিস্তানের গতিময় পেস ও স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ওপেনার আয়ুশ মাত্র ২ রান করেন, অপর ওপেনার বৈভব সূর্যবংশি আউট হন ২৬ রানে। অ্যারোন জর্জ ৯ বলে ১৬, বিহান মালহোত্রা ৭, ভেদান্ত ত্রিবেদি ৯ ও অভিজ্ঞান কুন্ডু ১৩ রান করেন। খেলার শেষ দিকে লড়াই চালিয়ে যান ১০ নম্বর ব্যাটার দিপন দেবেন্দ্রন, যিনি সর্বোচ্চ ৩৬ রান করেন। তবে পাকিস্তানের বোলাররা ভারতের ইনিংস বেশিক্ষণ টিকতে দেয়নি। আলি রাজা ৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার সঙ্গে দুর্দান্তভাবে সহায়তা করেন মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান, প্রত্যেকে ২টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে ভারত ১৫৬ রানে অলআউট হয়। এই জয় দিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল শক্তিশালী ভারতের বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে নেয় এবং জুনিয়র এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয়। ব্যাটিং ও বলিং দুই বিভাগে পারফরম্যান্সে টুর্নামেন্টের শেষটা রঙিন করে পাকিস্তানি যুবরা।
প্রিন্ট



























