নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে মাঠে নামছে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান
দক্ষিণ আফ্রিকায় ট্যাভার্নে গুলিতে নিহত ৯
পশ্চিম তীরে আরও ১৯ অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল
চূড়ান্ত নোটিশের পরও খেলাপি ঋণ পরিশোধ করেনি মান্নার প্রতিষ্ঠান
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: ড. মাহদি আমিন
কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
জামিন পেলেন মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নান
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নানকে জামিন প্রদান করেছে আদালত। প্রসিকিউশনের একজন এসআই মাসুম মিয়া জানান, হান্নানের পক্ষে তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। রোববার (২১ ডিসেম্বর) এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হাসান শাহাদাত। এর আগে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর হামলা হয়। সেই সময় মোটরসাইকেলে করে আসা দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। বাইকের নম্বরের সূত্র ধরে হান্নানকে পরের দিন বিকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে র্যাব গ্রেপ্তার করে। এরপর ১৪ ডিসেম্বর সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়। ওইদিনই ফৌজদারি আইনের ৫৪ ধারায় তার গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়। রিমান্ডের সময় হান্নান আদালতকে জানায়, তিনি বাসায় থাকাকালীন বাইকটি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন। তিনি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করতে পারেননি। রিমান্ডের মধ্যে তাকে শোরুমের মালিকের মুখোমুখি করা হয়। বিআরটিএ থেকে তার নামে রেজিস্ট্রেশন করা দুটি গাড়ির তথ্য পাওয়া যায়, তার মধ্যে একটি সুজুকি জিক্সার আর অন্যটি ইয়ামাহা ব্র্যান্ডের। রিমান্ড শেষে ১৭ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে ডিএমপি জানায়, সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ১৪ ডিসেম্বরের হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার থেকে উদ্ধার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত হোন্ডা হর্নেটের প্রকৃত নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ল-৫৪-৬৫৭৪। ডিএমপি জানায়, গুলি চালানোর সময় ঢাকা মেট্রো ল-৫৪-৬৩৭৬ নম্বরের ভুয়া প্লেট ব্যবহার করা হয়। তবে হান্নানের মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার মডেলের। এসব বিষয় জামিনের শুনানিতে তুলে ধরা হয়। একইসঙ্গে পুলিশের প্রতিবেদন বলছে, আব্দুল হান্নান প্রকৃত মোটরসাইকেল মালিক নন। নম্বরের ভুলের কারণে তাকে আটক করা হয়। পরে আজ তিনি জামিন পান।
প্রিন্ট
























