শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০
বাংলাদেশের সংকটময় মুহূর্তে প্রত্যাবর্তন হচ্ছে গুরুত্বপূর্ণ এক ব্যক্তির
দিল্লির পর আগরতলা-শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা সেবা বন্ধ
নেতাকর্মীদের যাতায়াতে ১০ স্পেশাল ট্রেন পেল বিএনপি
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভিসা সেবা বন্ধ
প্রথম আলো-ডেইলি স্টার হামলায় সরকারের ভেতরের অংশের সংশ্লিষ্টতা আছে: নাহিদ ইসলাম
জমজ সন্তানদের নাম রাখা হলো শহীদ ওসমান-হাদির নামে
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড, দেশে ভরি কত
বাংলাদেশ-ভারতের উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান রাশিয়ার
পশ্চিম তীরের শহর ঘিরে বসতবাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা
দল বিলুপ্ত করে বিএনপিতে আরও এক নেতা
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল ভেঙে বিএনপিতে যুক্ত হলেন আরও একজন নেতা। তিনি হলেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অংশীদার ১২ দলের জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলের সঙ্গে যুক্ত হন। এর আগে, ৮ ডিসেম্বর নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর–১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। এছাড়া, ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগ দেওয়ার পর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পান রেজা কিবরিয়া। অন্যদিকে, যোগদানের পর সৈয়দ এহসানুল হুদা জানান, তিনি তার জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন তার এই যোগদানে আরও শক্তিশালী ও বেগবান হবে। গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রাখবে।’
প্রিন্ট


























