চার বছর গুচ্ছ পদ্ধতিতে থাকার পর অবশেষে নিজস্ব ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের বিএফএ (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হওয়া এই পরীক্ষায় ১,৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার নিজস্ব ভর্তি পরীক্ষার নতুন কাঠামোতে পরীক্ষা নিয়েছে—
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন—
"আমরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছি। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পেরে স্বস্তি পাচ্ছি। দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।"
২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা চালু করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে নানা সীমাবদ্ধতা ও সমস্যা থাকায় চার বছর পর গুচ্ছ ছাড়ল জবি, ফিরল নিজস্ব ভর্তি পদ্ধতিতে।