ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতির পাশে আবারও আঁকা হয়েছে সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি। গতকাল (২১ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই গ্রাফিতি অঙ্কন করেন। শিক্ষার্থীরা সিরাজ সিকদারকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ফ্যাসিস্ট সরকারের ভিকটিম হিসেবে উল্লেখ করেছেন।
এই ছবিটি গত আগস্টে আঁকা হলেও, সম্প্রতি এটি মুছে ফেলা হলে শিক্ষার্থীরা বিক্ষোভের মাধ্যমে পুনরায় এটি আঁকেন। তারা বলেন, যতবার এটি মুছে ফেলার চেষ্টা করা হবে, ততবার তারা ছবিটি পুনরায় আঁকবেন।