









জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

- আপডেট সময় ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের নাম ঘোষণা করেন। এসময় লোকপ্রশাসন বিভাগের আবদুল মুঈন খান সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শারমিন সুলতানা। উপাচার্য অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। এটি গণতান্ত্রিক, নৈতিক রাজনীতিবিদ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে।”
এছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি বৃদ্ধি করছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ ও ডিবেটিং ক্লাবের সভাপতি নাইমা আক্তার।
প্রিন্ট