, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পৃথক দুই মামলার রায় নওগাঁয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন Logo জুলাই পুনর্জাগরণ নওগাঁয় বিনা মূল্যে চিকিৎসাসেবা Logo নওগাঁর মান্দায় বস্তাবন্দি ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ;তদন্ত শেষ হয়নি এখনও Logo নওগাঁ সাবেক এমপি ওয়হদুর রহমান ইন্তেকাল করেছেন Logo নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ৯ জন শহীদের স্মরণে বৃক্ষ রোপণ Logo নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার Logo নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় ওএমএসের চাল ও আটা বিক্রি Logo নওগাঁ সদর উপজেলা বিএনপি সভাপতির গণসংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলেজছাত্রের মৃত্যু: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ১৪৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মো. শিমুল (২০) নামে এক কলেজশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ঢাকা-রাজশাহী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। রাত পৌনে ৯টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ শেষ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা প্রক্টরের পদত্যাগ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই” এবং “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে থেকে শিমুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, শিমুল শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শিমুল রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী শহরের মধ্য বুধপাড়া এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছেন। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী তরুণী জানান, শিমুলকে পেছন থেকে ব্যাডমিন্টন র‌্যাকেট দিয়ে আঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান যাচাই করে তদন্ত চলছে। এদিকে শিমুলের মরদেহ দাফনের আগে তার পরিবার বিচারের দাবিতে আওয়াজ তুলেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুক্রবার বিকেলে মরদেহ বাড়িতে নিয়ে আসার পর শিমুলের পরিবার, প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মা, বোনসহ পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। শনিবার সকাল ১১টায় তালাইমারী মোড়ে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলেজছাত্রের মৃত্যু: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মো. শিমুল (২০) নামে এক কলেজশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ঢাকা-রাজশাহী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। রাত পৌনে ৯টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ শেষ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা প্রক্টরের পদত্যাগ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই” এবং “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে থেকে শিমুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, শিমুল শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শিমুল রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী শহরের মধ্য বুধপাড়া এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছেন। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী তরুণী জানান, শিমুলকে পেছন থেকে ব্যাডমিন্টন র‌্যাকেট দিয়ে আঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান যাচাই করে তদন্ত চলছে। এদিকে শিমুলের মরদেহ দাফনের আগে তার পরিবার বিচারের দাবিতে আওয়াজ তুলেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুক্রবার বিকেলে মরদেহ বাড়িতে নিয়ে আসার পর শিমুলের পরিবার, প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মা, বোনসহ পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। শনিবার সকাল ১১টায় তালাইমারী মোড়ে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।


প্রিন্ট