, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পৃথক দুই মামলার রায় নওগাঁয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন Logo জুলাই পুনর্জাগরণ নওগাঁয় বিনা মূল্যে চিকিৎসাসেবা Logo নওগাঁর মান্দায় বস্তাবন্দি ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ;তদন্ত শেষ হয়নি এখনও Logo নওগাঁ সাবেক এমপি ওয়হদুর রহমান ইন্তেকাল করেছেন Logo নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ৯ জন শহীদের স্মরণে বৃক্ষ রোপণ Logo নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার Logo নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় ওএমএসের চাল ও আটা বিক্রি Logo নওগাঁ সদর উপজেলা বিএনপি সভাপতির গণসংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ১৭৫ বার পড়া হয়েছে

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবীবা) শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) অষ্টম দিনের মতো শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় সকাল সাড়ে ১১টা থেকে এই অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “আমরা ক্লাস ও পরীক্ষা করতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। এই পরিস্থিতি আর চলতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীদের এই আন্দোলনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। বিসিক বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের প্রাথমিক বাজেট ৯ হাজার ২০০ কোটি টাকা থাকলেও তা কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা হয়েছে। আমরা পরিকল্পনা কমিশন ও একনেক অনুমোদনের অপেক্ষায় আছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবীবা) শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) অষ্টম দিনের মতো শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় সকাল সাড়ে ১১টা থেকে এই অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “আমরা ক্লাস ও পরীক্ষা করতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। এই পরিস্থিতি আর চলতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীদের এই আন্দোলনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। বিসিক বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের প্রাথমিক বাজেট ৯ হাজার ২০০ কোটি টাকা থাকলেও তা কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা হয়েছে। আমরা পরিকল্পনা কমিশন ও একনেক অনুমোদনের অপেক্ষায় আছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।


প্রিন্ট