









তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে উত্তাল, শুরু হলো ‘শাটডাউন’ কর্মসূচি

- আপডেট সময় ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শুরু হয়েছে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচি।
সোমবার রাতে ‘তিতুমীর ঐক্য’ নামের আন্দোলনকারী সংগঠন এক সভায় এই কর্মসূচির ঘোষণা দেয়। আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, এর মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে হবে। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
তিতুমীর কলেজের শিক্ষার্থী বেলাল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আওতা বাতিল হওয়ার পর আমাদের দাবি এখন সময়ের দাবি। আমরা আলাদা বিশ্ববিদ্যালয় চাই। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচিতে যাব।” গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতিমধ্যেই বড় আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে তাদের দাবি প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মতে, কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে শিক্ষার মানোন্নয়ন হবে, পাশাপাশি প্রশাসনিক কাঠামো শক্তিশালী হবে। দ্রুত এই সমস্যার সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তিতুমীর কলেজের এই উত্তাল পরিবেশের দিকে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখছে।
প্রিন্ট