









শিশুর ওপর ধর্ষণের চেষ্টা: অভিযুক্তকে উত্তেজিত জনতার হাতে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর

- আপডেট সময় ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গায় ৭ বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্তের নাম ইব্রাহিম গাজী। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির সময় মোসলেম গাজীর ছেলে ইব্রাহিম গাজী (৪৭) স্থানীয় ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির আর্তনাদ শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে আটক করে। পরে পুলিশে জানালে অভিযুক্তকে হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দিয়ে নিজের দোষ স্বীকার করেছে। শুক্রবার দুপুরে সিজেএম আদালতের মাধ্যমে ইব্রাহিমকে Jail-এ প্রেরণ করা হয়। একই সময়ে, সাতক্ষীরার শ্যামনগরে একটি তৃতীয় শ্রেণির ছাত্রীর ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে, যেখানে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ওই ব্যক্তির নাম মুজিবর রহমান মোল্লা (৫৫), যিনি কদমতলা এলাকার বাসিন্দা। তাঁকেও আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা।
প্রিন্ট