নওগাঁর বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায়যাত্রীবাহী একটি অটো সিএনজি ও একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার
দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ২টি উদ্ধারকরে বদলগাছী থানা হেফাজতে নিয়ে এসেছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে জয়পুরহাট খেকে বদলগাছী অভিমুখে আসা একটি সিএনজির সাখে বিপরীদ দিকগামী একটি ভটভটির চকবনমালী এলাকায় মুখোমুখি সংর্ঘস ঘটে। এত ঘটনাস্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হন। নিহতদের একজনের নাম কাত্তিক চন্দ্র (২৮)। তার বাড়ি বদলগাছী উপজেলা সদরে। অপরজনের বয়স আনুমানিক (৩০) বছর তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান।