আজকের তারিখ : জুলাই ৩১, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৮, ২০২৫, ৯:৪৩ পি.এম
নওগাঁয় মিনি ট্রাক চাপায় আদিবাসী অটো ভ্যানচালক নিহত

নওগাঁ র মাতাজি নওগাঁ সড়কের মহাদেবপুর উপজেলার মাতাজি হাট এলাকায় আদিবাসী রিকশা ভ্যান চালক পানসা পাহান (৩৫)নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পানসা পাহান এর বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামে।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, মাতাজি হাট এলাকায় দাঁড়িয়ে থাকা অটো রিক্সা ভ্যানচালক পানসা পাহান কে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাক চাপা দেয়। এতে দুমড়ে মূচরে গেলে ঘটনাস্থলে মারা যান পানসা পাহান। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি শাহীন রেজা।
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।