সংবাদ শিরোনাম :










নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়
নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
- আপডেট সময় ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথেই স্টাডিং অর্ডার অল ডিজাস্টার ( এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত।
গত সোমবার দুপুর ১২ টায় সময় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে হে্কস ইপার এর সহযোগিতায় এবং ডেসকো ফাউন্ডেশন এর অধীনে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টাডিং অন ডিজাস্টার (এফওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার নিয়ামতপুর নওগাঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম এসিল্যান্ড নিয়ামতপুর নওগাঁ, রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা, ডাক্তার মোঃ আবদুল লতিফ প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ এনামুল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোঃ শরিফুল আলম উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ রেজাউল করিম সমবায় অফিসার, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এনজিও প্রতিনিধি, প্রকল্পের মনিটরিং অফিসার আলতাফুর রহমান, এবং প্রকল্প কর্মী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরহানা উর্মি প্রজেক্ট অফিসার ফ্রাইভ প্রকল্প।
প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইউথ ইমপার্টমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট অরিক চক্রবর্তী, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারণা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, সভার উদ্দেশ্য এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম, প্রকল্পের এসডি এসডিজি তে অবদানসমূহ উপস্থাপন করেন। এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মূল আলোচনা ও মতামত গ্রহণ।
প্রধান অতিথি মুর্শিদা খাতুন উপজেলা নির্বাহী অফিসার নিয়ামতপুর নওগাঁ, তার বক্তব্যে বলেন নিয়ামতপুর উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে, সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান কেউ কাজ করতে হবে। একই ব্যক্তিকে যেন একাধিক সহযোগিতারাও তাই না নিয়ে আসা হয় ( ওভারলেপিং) যাতে না হয়, এজন্য তিনি এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করতে বলেন, তিনি ডাসকো ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলায় শিক্ষা প্রোগ্রাম কার্যক্রম আরো জোরদার করতে বলেন তিনি।
প্রিন্ট
ট্যাগস