









জুলাই পুনর্জাগরণ নওগাঁয় বিনা মূল্যে চিকিৎসাসেবা

- আপডেট সময় ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নওগাঁর রানীনগর উপজেলার কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে অসচ্ছল ও অসহায় এক হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সহযোগিতায় নওগাঁ সদর হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের এই স্বাস্থ্যসেবা দেন। এসময় মেডিসিন, হাড়, ব্যথা, ডায়াবেটিস, শিশু, গাইনী, সার্জারি, হৃদরোগসহ বিভিন্ন রোগে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ১ হাজার দরিদ্র, অস্বচ্ছল মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট