, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ভুয়া পুলিশ চক্রের ৪জন গ্রেপ্তার Logo জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo নওগাঁয় ব্যতিক্রমীভাবে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ নৌকাবাইচ ও হাঁস খেলা Logo আসন্ন শারদীয় দুর্গাপূজা: নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত জেলায় এ বছর ৮৮১টি মন্ডপে শারদ উৎসব পালিত হবে Logo নওগাঁয় সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব Logo এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর Logo জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৮৫ বার পড়া হয়েছে

ধান-গমের মতো আলুর সরকার কতৃক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন
ও বক্ষিোভ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের
সামনে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। নওগাঁ, বগুড়া
ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যাবসায়ী পারিবারের ব্যানারে
এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকরা বলেন, বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে। প্রতি
কেজি আলুতে ১৭-১৮ টাকা লোকসান হচ্ছে। বিভিন্ন ব্যাংক এবং
এনজিও থেকে ঋণ করে আলু চাষ করায় বাজারে দাম না পয়ে সেই টাকা
পরিশোধ করতে পারছেন না। এমন অবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করছেন
আলু চাষিরা।
নওগাঁ সদর উপজেলার বোয়ালয়িা গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, সার
ফসফেটের দাম দাম অনেক বেশি সেই হিসাবে শুরম্ন থেকেই এবছর আলুর
দাম নাই। খরচের টাকায় উঠছে না। ধান চালের সরকারি মূল্য নির্ধারণ
করতে পারলে আলুর কেনো হবে না? সরকারের কাছে দাবি জানাই দ্রম্নত
আলুর মূল্য যেনো নির্ধারণ করে দেয়।
সদর উপজেলার বক্তারপুর গ্রামের আরেক কৃষক আয়নুল হক বলেন, বাজারে ধানের
দাম বেশি চালের দামও বেশি। কিন্তু আলুর কোন দাম নাই। হিমাগারেও খরচ
বেশি নেওয়া হচ্ছে। এক মণ আলু চাষ করতেই ১২০০-১৩০০ টাকা করে খরচ
হয়েছে। বাজারে এখন আলু বিক্রিই করতে হচ্ছে ৪৫০-৬০০ টাকা মণ।
তাহলে আমরা যাবো কোথায়? সরকার যদি আমাদের জন্য কোন উদ্যোগ না
নেয় তাহলে আমরা শেষ হয়ে যাবো।
শহরের বরুনকান্দি এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন, গরম্ন বিক্রি করে
এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম। কিন্তু বাজারে
এখন আলু বিক্রি হচ্ছে না। হিমাগারে প্রতি কেজি আলুতে আগের
থেকে ৪ টাকা করে বেশি দিতে হচ্ছে। এক কেজি আলু উৎপাদনসহ
হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে। বাজারে পাইকারি দরে ১১-১২
টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে না। ঋণের টাকা পরিশোধ করা তো
দূরের কথা খরচের টাকা উঠানো নিয়েই এখন চিšত্মার মধ্যে আছি।
এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ
সরকার বলেন, এ বছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক
বেশি হয়েছে। বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি
থাকায় মানুষ আলু কম কিনে। সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা
টিসিবির মাধ্যমে আলু বিক্রয়ের সিদ্ধাšত্ম নেওয়া হচ্ছে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ধান-গমের মতো আলুর সরকার কতৃক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন
ও বক্ষিোভ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের
সামনে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। নওগাঁ, বগুড়া
ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যাবসায়ী পারিবারের ব্যানারে
এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকরা বলেন, বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে। প্রতি
কেজি আলুতে ১৭-১৮ টাকা লোকসান হচ্ছে। বিভিন্ন ব্যাংক এবং
এনজিও থেকে ঋণ করে আলু চাষ করায় বাজারে দাম না পয়ে সেই টাকা
পরিশোধ করতে পারছেন না। এমন অবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করছেন
আলু চাষিরা।
নওগাঁ সদর উপজেলার বোয়ালয়িা গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, সার
ফসফেটের দাম দাম অনেক বেশি সেই হিসাবে শুরম্ন থেকেই এবছর আলুর
দাম নাই। খরচের টাকায় উঠছে না। ধান চালের সরকারি মূল্য নির্ধারণ
করতে পারলে আলুর কেনো হবে না? সরকারের কাছে দাবি জানাই দ্রম্নত
আলুর মূল্য যেনো নির্ধারণ করে দেয়।
সদর উপজেলার বক্তারপুর গ্রামের আরেক কৃষক আয়নুল হক বলেন, বাজারে ধানের
দাম বেশি চালের দামও বেশি। কিন্তু আলুর কোন দাম নাই। হিমাগারেও খরচ
বেশি নেওয়া হচ্ছে। এক মণ আলু চাষ করতেই ১২০০-১৩০০ টাকা করে খরচ
হয়েছে। বাজারে এখন আলু বিক্রিই করতে হচ্ছে ৪৫০-৬০০ টাকা মণ।
তাহলে আমরা যাবো কোথায়? সরকার যদি আমাদের জন্য কোন উদ্যোগ না
নেয় তাহলে আমরা শেষ হয়ে যাবো।
শহরের বরুনকান্দি এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন, গরম্ন বিক্রি করে
এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম। কিন্তু বাজারে
এখন আলু বিক্রি হচ্ছে না। হিমাগারে প্রতি কেজি আলুতে আগের
থেকে ৪ টাকা করে বেশি দিতে হচ্ছে। এক কেজি আলু উৎপাদনসহ
হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে। বাজারে পাইকারি দরে ১১-১২
টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে না। ঋণের টাকা পরিশোধ করা তো
দূরের কথা খরচের টাকা উঠানো নিয়েই এখন চিšত্মার মধ্যে আছি।
এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ
সরকার বলেন, এ বছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক
বেশি হয়েছে। বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি
থাকায় মানুষ আলু কম কিনে। সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা
টিসিবির মাধ্যমে আলু বিক্রয়ের সিদ্ধাšত্ম নেওয়া হচ্ছে।


প্রিন্ট